নীল আঁকাশের বিপরীতে,
একদিন এক আষাড়ের জলধারা এসে;
ভাসিয়ে নেবে উঠান।
আয়ুর কয়েদ খানা থেকে;
ছেঁড়া ছেঁড়া মেঘ ঐ আঁকাশের তারে ঝুলবে।
ঠিক'ই সেদিন হাতের মুঠো হতে,
কষ্ট গুলো নেমে আসবে ব্যাধি চক্রে;
এবং....,
উপসীরা বেয়ে নিম্ননাভী মুলে।
সে'দিন...,
দেহ পাশ ফিরিয়ে নেবে;
শূন্য পরিধিতে।



[ সারথী, ❤️ লেখা-২২.০৯.২০০২ ]