বানী'শুন্য ছিলো একদিন,
আমি নিরবাক দাঁড়িয়ে;
খোলা আঁকাশের দিকে তাকিয়ে আছি।
হৃদয় কোনে উদায় হয়,
শুধু'ই তোমার কথা।


হঠাৎ ক'ফোঁটা বৃষ্টি চোখের...অবশিষ্ট অংশ;
আঁঘাত করলো আমার হৃদয় দুয়ারে।
সেই দিন মোর....;
মৃত্তিকার শুন্য পেয়ালায় ব্যাথা একাকারে ভেঙে;
অচেনা কোন লঘু মেঘে,
মৌন স্বপ্ন ময়ূরীর ডানায়;
ভেসে ছিলো আতুর উদাসী হ'য়ে!


উঠে যাচ্ছে দূর্বাধানে শোভি।
তারপর দূরে,
অনেক দূরে;
ভর দুপুরের রোদ...
সাদা মেঘের আবেশে,
ঐ দুপুরের বাতাস।
সমস্ত বিকেল জুড়ে,
অসম্ভব বিষন্নতা।
নদীর গায়ে জ্বর,
ভালোবাসার খেয়ায়...!
সমুদ্রের তীরে তুমি;
আমার বানী'শুন্য মনের স্পর্শে।



[ সারথী, ❤️ লেখা- ০৯.১০.১৯৯৯ ]