বহুদিন পেরিয়ে গেছে,
তারপর...
তোমার সাথে দেখা;
বহুদিন পর কাছ থেকে দেখলাম,
তোমার প্রতিছবি'কে।
মেঘের কোনে চাঁদ যেমন নুয়ে পড়ে,
ঠিক তেমনি তোমার মস্তিষ্ক নত হয়ে গেল।
আমাকে দেখার পর তোমার গতি পথের পরিবর্তন এলো;
তেমাকে দেখার পর,
আমার ইন্দ্র মাঝে সাদা কষ্ট নীল হয়ে ধরা দিলো।
আজ তুমি,
আমার সাথে আমারী হয়ে;
কোন কথা কইলে না,
আমায় সুধালেও না...,
কেমন আছি।
কোন সুযোগও দাওনি আমায়....!
বেশ সময় ধরে তোমার নীল কন্ঠস্বর,
আমারী হয়ে কখনো শুনা হয়নি।
এখন আমার ইন্দ্র মাঝে
জটায়ু হয়ে বসেছে নীলকষ্ট
নীলাজনা;
গভীর রাতে আকাশের,
নীলমাখা ভালবাসার কষ্ট আছে আমার।
আছে.., নীল আলপনায় আঁকা ইন্দ্র,
যেখানে শুধু তোমারী স্মৃতি বিরাজমান।
শুধু তোমার জন্য আমার ভালোবাসার কালকন্ঠ;
জন্ম দিয়েছি ইন্দ্র মাঝে,
কে... জানতো সেই মুখ নহে; শুধু.. শুধু.. ;
বুঝেছি, আজ তার দেখা হলো....,
ইন্দ্রে ধারন করতে হবে নীল কষ্ট;
এ... হল আমার পাওয়া।
আমি বুঝি তাঁর... ইন্দ্রের গল্প কথা .....!
কুষোল সুধাতে তবু'নীল কন্ঠের মত,
নীল ইন্দ্রের কথা বলতে,
জানি কন্ঠে শব্দের উৎস পাবো না;
তবুও...
বলতে হয় শুধু সেই কথার কথা;
ভালো আছি,
হ্যা... গো..., ভালো'ই আছি।



[ সারথী, ❤️ লেখা- ২৩.১২.১৯৯৯ ]