বয়স ও চোখের চশমার সাথে একটা বেশ মিল রয়েছে,
তবে, বয়সের পরিবর্তনের জায়গাটা স্থিতিশীল নয়;
অথচ চশমার ক্ষেত্রে তা ব্যক্তিগত।
শিশু থেকে ধাপ গুলির সম্পর্ক নির্দিষ্টতায়.. ,
বার্ধক্য আর বার্ধক্যের মাঝে নিজে.... ;
যা নিজেকে বুঝতে চেষ্টা করে পরিবর্তন উভয়ের।


বৈচিত্র্যময় পৃথিবী সেও নিদিষ্টতা বহন করে না,
পরিবর্তনের জায়গাটা তাকে-ও মেনেনিতে হয়।
সাঁঝ ঘরের মিরর তালাস করে পরিবর্তন..কে..!
নিজের চোখ নিজেকে বুঝতে চাই পরিবর্তন,
কিন্তু বিশ্বাস নিজেকে মানতে নারাজ;
তবুও নিজের মানচিত্রে পরিবর্তন নিজে'ই সীমাবদ্ধ।



[ সারথী, ❤️ লেখা- ১৯.০৯.২০২৩ ]