জীবনের শুরুতে কিছু অংশ পেয়েছি;
তার থেকে সময়ের প্রতিটি কল্পনা যেন.... ;
জীবনকে বেশ অচেনা মনে হয়।
আজ....স্বপ্ন ও চিন্তা গুলো কে'ও...;
মিথ্যার বন্ধু মাঝে দেখতে পাই।
বড় বেশি শূন্য মনে হয় নিজেকে নিজের কাছে,
মনে প্রশ্নের বাঁকা রেখা কাঁটা দেয়।


ঘামের একটা নদী বয়ে চলে বুকের উপর দিয়ে,
তবুও হৃদয় হতে বাক্য বের হয়ে আসে;
আমি তো ঘুমিয়ে ছিলাম মাতৃ গর্ভারম্ভে!
জানি'না কোন কায়াতে জন্ম নিয়েছি।


অবাক চোখ দেখে নরক'ময় পৃথিবীকে!
নষ্ট শূন্য গচা চালকুমড়ার ছাঁচে,
যে সকল হৃদয় জন্ম নিয়েছে;
সেই সব বর্গী এখন সমাজের মাঝে।


কিন্তু এটাই সত্য.....!
জন্মেছি যারা এই পৃথিবীতে,
জন্ম সুত্রে আমরাও সন্তান এই সমাজের;
আমরা কি...?  পারি না...!
চালকুমড়ার ছাঁচের নষ্ট বর্গী'দের,
শাখা হতে মুল শিকড় গুলো তুলতে;
এটাও জানি আমরা...,
তবুও.... আমি বা আমরা...;
কেনো এমন... একাকী!



[ সারথী, ❤️ লেখা-১০.০৩.২০০২]