শরতের ক্লান্ত মহুয়া শেষ হয়ে আসছে,
গোধূলির লালীমা আকাশ সংসারে বিরাজমান ;
আমি....,
আনমনে তাকিয়ে আছি আকাশের মাঝ পথে;
মেঘে চাপা বুক নিয়ে আলিঙ্গন করছে আকাশ'কে।


আমি.....!
তৃষ্ণার্থ কাতর চোখ দেখলাম,
ভালোবাসার নীলিমার আবছা আবেগ;
এখনও.....!
কিছুটা লেগে আছে আঁকাশের গায়ে;
দেখেছি বাতাসের সাথে বৃক্ষরাজির মিলন ভালোবাসা।
একে-অপরে তাদের দেহ তৃপ্তি অনুভব করছে।


ভেজা মাটির গন্ধ নিয়ে,
ভেসে আসছে দক্ষিণা বাতাস।
শরতের উষ্ণরুদ্র,
সবুজ পাতার ফাঁকে;
কাঁশ ফুলের নরম পরশ,
ভালোবাসার ইন্দ্র মাঝে;
চিরায়ত প্রতিক্ষায়।


দিগন্তের ভূধর আলাপনে,
তোমার অস্তিত্ব প্রজ্জ্বলিত।
উন্মুক্ত প্রস্তাবে স্বপ্নীল ছন্দে,
মহা-সক্রিয়তায় তুমি আছো।
তুমি আছো....
স্বপ্ন শোভা হৃদয়ের পাঞ্জেরীতে।



[ সারথী, ❤️ লেখা- ১৮.১২.১৯৯৯]