নিস্তব্ধ অবাক পৃথিবী
অন্ধকার আঁকাশ,
কালো মেঘ আড়াল করেছে
ঐ আকাশের চাঁদ'কে।
তারাগুলো অন্ধকারের মাঝে,
লুকোচুরি খেলছে।
এখন...
রাতের পর রাত,
এসে থেমেছে রাতের মাঝ পথে।
হঠাৎ...
চলন্ত মেঘ চাঁদকে মুক্তি দিয়েছে।


আজ..
তোমার ভালোবাসা থেকেও মুক্তি দিয়েছো
আমাকে এবং তোমাকেও।
তুমি
ভূলে গেছো,
শূন্যতা'কে দিয়েছো আমার প্রেয়সী করে।
আজ...
তুমি..
অন্য প্রতিছবি হৃদয়ে করেছো ধারন,
ভূলেছো তুমি আমাকে।
এখন
তুমি আমার নতুন একটা পৃথিবী দিলে,
সাথে দিলে কিছু কষ্ট।
আজ
তুমি
অন্য হাতে হাত রেখেছো।
আমার ভালোবাসার সাঁকোয় পা ফেলে,
চলে গেলে তুমি;
অচেনা কোন স্বপ্নের দেশে।
আর কখনো ফিরবে না,
তুমি আমার বেসে।


জ্বলধীর বেশ গভীরে রয়েছে উদ্ভিদ;
তেমনি আমর হৃদয় গভীরে থাকবে
তুমি শুধুই,
তুমি।
সিক্ত কর্দমাক্ত আবাসে জন্ম দিয়েছি,
আমার হৃদয় মাঝে তোমাকে
ভালোবাসার শূন্যতা'কে,
পরিপূর্ণ জীবন দিতে চাই
আমার হৃদয়ে।



[ সারথী, ❤️ লেখা- ২৭.১১.১৯৯৯ ]