বাবা দুটি বর্ণের সমষ্টি,
কিন্তু অর্থ, সমগ্র পৃথিবীর দ্বারা অবস্থানও অনিশ্চিত;
বাবা অর্থের হিসাব, নামতা কষার জন্য ন'য়;
বাবা সে'তো মানব সৃষ্টির পূর্ণতা,
তাকে বিশ্লেষণ করার সাধ্য মানবের নেই;
বাবা তুমি তো তুলনাহীন পুরুষ।

বাবা প্রতিটি সন্তানের জীবন সিঁড়ি,
কনিষ্ঠ আঙুলে ভর করে দাঁড়াতে শেখা;
শেষ অব্ধি বিস্তৃর্ন স্নেহের প্রতিশব্দ, বাবা।
বাবা হলো দায়িত্ব-কর্তব্য, শাসন ও ভালোবাসার অবস্থান;
বাবা হলো উত্তর পথের দিশারী,
বাবা হলো উপমার অপূর্ণ ডিকশনারী।


[ সারথী ❤️ লেখা-১৬.০৬.২০২৫]