মা এ বাংলার যুদ্ধ দেখেছো....,
দেখেছো মা যুদ্ধ.....।
যে যুদ্ধ মানুষ'কে নিয়ে যায় মৃত্যুর দিকে,
পূরা জমিনটা হয়ে যায় লাল রক্তের সাগর,
হয়ে যায় শ্রোতের দিশাহারা তরঙ্গ;
সেই সাগরে মনে হয় বাংলার মানুষ সাঁতার কাঁটছে,
আর চোখে তাদের অশ্রু ঝরছে।
মা তুমি দেখেছ কখনও সেই যুদ্ধ;
যে মাটিতে পড়ে আছে লক্ষ শহিদের লাশ,
এই মাটির জন্য এরা যুদ্ধ করেছে দিয়েছে জীবন;
দিয়েছে লক্ষ বুকের রক্ত মা-বোনের সম্ভম।
যে রক্তে আছে গর্ভ মায়া মমতা অধিকার..
এই মাটি-কনার ভাজে তাদের স্পর্শ মিলে।
তাদের রক্তের গন্ধ ভাসে বাংলার বাতাসে,
লালা-সবুজ পতাকার মাঝে;
সেই যুদ্ধের ইতিকথা আজও ভুলতে পারিনী;
ভূলে যায়নি হায়নাদের লেলিহান থাবা,
তুমি দেখেছো মা সেই যুদ্ধ।



[সারথী, ❤️ লেখা- ০৮.০৯.১৯৯৭]