প্রায় দিনের সন্ধা নাস্তা হত,
আমার প্রতিবেশি রেস্তোরাঁতে।
রেস্তোরাঁটি বেশ উন্নতও বটে।
মুহুর্তের মাঝে একদিন!
দু'জন আধা-বয়সী ভিকারীর আবির্ভাব,
ঐ রেস্তোরাঁতে তারা-ও আসন নিতে ব্যাস্ত;
আমিও তাদের আনুমানিক কিছুটা সময় আগে
গিয়ে অবস্থান নিয়েছি রেস্তোরাঁতে।
তাদের মধ্যে দু'এর একজন ল্যাংড়া,
এবং... অন্য জন খোড়া।
মুহুর্তের মাঝে এদের দেখে আমি হত বাক!
এবং....;
তাদের বিস্তারিত দেখে অত্যন্ত প্রশান্ত হ'ল মন...।


আজ তারা এবং আমি,
সকলেই এ রেস্তোরাঁর খরিদ্দার।
তাদের খাবার আকাঙ্ক্ষা,
হৃদয়কে বেশ ভাবিয়ে তুলেছিল;
বয়'কে নির্দিষ্ট করে জানালেন খাবারের পছন্দের তালিকা।
তালিকাতে একটা তুন্দ ও পায়া উল্লেখ ছিলো;
খাবার পরিবেশের সাথে খাবার আকাঙ্ক্ষাও ছিলো বেশ;
খাবার সমাপ্তিতে মুল্য অর্ধভাগে বিভক্ত হল।
তাদের মাঝে সিগারেটের শিয়ার সমাপ্তি থেকে;
পুনরায় দু'জনার চুপিসারে পথ চলা।
এবং....,
জীবন গলিতে নিজেদের অবস্থান মেনে নেওয়া।
স্বাধীন জীবনের দ্বায়িত্ব নিজে'ই নিজেদের,
আগামী ও জীবনকে তারা এভাবেই মেনে নেয়!
আর এভাবেই পথ চলা তাদের..।



[ সারথী, ❤️ লেখা- ২০.০৯.২০০১]