সমুদ্রের তীরে....!
কোন এক অদৃশ্য আকাশের মাঝে,
জন্ম নেবে একদিন;
আমার উষ্ণ ভালোবাসা।
দূর অন্তঃশেখরের গায়,
অবিচল স্মৃতির মন্দির।
একটু ভালোবাসার উৎস আলোয়,
ব্যাথিত গন্ধের ক্লান্ত নীরবতা;
দূর সমুদ্রের প্রান্তে এসে,
করেছি অনুভব।
জানো না তুমি;
মুখরিত প্রানের সঞ্চার,
উঠবে জেঁগে।
ভালোবাসার ললাট কবিতা মাঝে,
তোমাকেই শুধু ;
তোমারী মাঝে ডাকবে।
শুনাবে তোমার একটু হলেও,
আগ্রহ ব্যাথিত হৃদয়ের ক্লান্ত ভালোবাসা।
একদিন তোমার থেকে,
আমার অস্তিত্বকে রাখবো লুকিয়ে।
আমি...!
হারিয়ে যাবো, অদৃষ্যের মাঝে।
হৃদয়ের গভীরতায়,
সুখ'কে স্নান করে, কষ্টের তাজমহল....
আমার কল্পনার আঙ্গিনায় থাকবে।
জীবনকে সাঁঝাবো মৃত্যুর চোখের পরে।
বিদীর্ণ শাখায় অদৃষ্যের কোলাহলে,
মৃত্যু উড়ে যাবে আমার হৃদয় মাঝে।



[ সারথী, ❤️ লেখা- ১৫.১২.১৯৯৯ ]