নিস্তব্ধ নিঝুম,
এ নীশিতে জেগে থাকি,
নিঃসঙ্গ... আমি একা।


এ নীশিতে,
চোঁখের কার্নিশে ঘুমের কম্পন খেলা করে।
আমি.....!
ঘুম ভূলে গেছি।


নিঝুম অন্ধকারে,
আজ অবাস্তব কল্পনা....  
এবং....;
তোমাকে সাথি করেছি।


অনুভবে ভালোবাসার আল্পনা দেখেছি,
তোমার হৃদয়ের পটভূমিতে।
আমি দেখেছি,
তোমার বুকে রংধনুর রং;
ভালোবাসার কৌতূহল।


আমি....
কতবার যে তোমাকে,
তোমার...!
পূর্ণতা দিতে চেয়েছি;
তুমি নিতেই চাওনি।
আমার..  হৃদয়ের
ঠুঠষ্থ কন্ঠস্বর,
তোমাকে....,
কতবার যে শোনাতে চেয়েছি,
তা তুমি শুনতেও চাওনি;
আমর কাঙ্ক্ষিত হৃদয়ের ভালোবাসার কথা।


আজ....
তোমার পূর্ণতা,
আমার নিঃশেষিত কঙ্কাল হৃদয় মাঝে,
চাপা পড়ে আছে ;
আজ....  আর...
তোমার পূর্ণতা।


তোমাকে
কেউ ফিরিয়ে দিবে না
আজ....,
আমার আঙ্খাকিত কন্ঠস্বর;
যা তোমাকে,
কেউ শোনাবে না,
যা আমি চেয়েছিলেন।


শুধুই আমার মাঝে...
আঙ্খাকিত হৃদয়ে চাপা পড়ে থাকবে,
তোমারী হয়ে।



[ সারথী, ❤️ লেখা- ১০.১১.১৯৯৯ ]