তোমার লজ্জাবনত মুখ,
সে কথা মনে রেখে;
তুমি আমার সামনে,
দাঁড় করাতে চাইছো না।
তবে আমি এ'ও জানি;
তোমার জীবন এখন অন্যরকম নও!


তখন'ও তোমার ভূমিতে,
জলন্ত লাভা ফুটছিল।
একটু চেষ্টা করলেই,
আর.... তা থেকে;
এক ফালি শিখা এনে,
এ মন্দিরে আলো জ্বালাতে তুমি পারো।


এই ভাবেই কি বাকি জীবন?
আর অন্তহীন কথা মনে রেখে,
উদাসী সময় কাঁটবে।
তাহলে আমি.....!
আমি কি করবো....?
সেই কথায় শুধু ব'লে যে'ও।



[ সারথী, ❤️ লেখা- ০৫.০৪.২০০৩ ]