বলো কি অপরাধ আমার?
যার জন্য সাঁঝ দুপুরে বুক হেলিয়ে,
কবিতা তৈরীর কারিগর ভাবতে শুরু করি।


ঠিক ঐ মুহূর্তে নিজেকে....,
যখন বাঁকা পথে হাঁটতে শুরু করিয়েছি,
তখন ভূলে গেছি অনেক কিছু'ই;
কিন্তু... যায়নি ভূলে তোমার অগোছালো স্মৃতিদের।
দুষ্ট স্মৃতি গুলো সেই.. সন্ধা বেলায়...!
দীঘির পাড়ে... আমার সাথেই বসে ছিলো।


যেমন করে বর্ষা আসে ভাদ্র শেষে,
বৃষ্টি ভেজা বিকেল শেষে... ঠিক তেমনি ভাবে;
তুমি এলে আমার বেশে।
সেদিন আমার ইচ্ছে গুলোকে,
হারিয়ে এলাম তোমার মাঝে।


হয়তো তুমি ভূলেই গেছো এই সময়ে,
নতুন স্মৃতির বদৌলতে;
কিংবা যাওনি ভূলে ভোতা একটা যন্ত্রণাকে।
কি অপরাধ আমার বলো?


এখনো হাঁটছে আমার মধ্যরাত,
সারা রাত পথের দু'পাশে জেগে আছে ঘুম।
আমার অপরাধী স্মৃতি গুলো,
আজ অষ্টিনি ফলের রসদ উৎসব।
আমি জানিনা কি অপরাধ আমার?
তবুও তুমি বল।



[ সারথী, ❤️ লেখা- ২০.০৪.২০০২]