ভালোবাসার নিস্তব্ধতায়,
কেউ হয়তো আমাকে ডাকছে।
ঘন কালো মেঘের আলপনায়,
একটু ভালোবাসার... আবেশ মিশিয়ে;
কদম ফুলের মাদকতা হরা গন্ধের আবেশে,
উত্তপ্ত রৌদ্রুর স্নান সেরে;
সন্ধার নীল-ময়া কষ্টের মাঝে....,
চাঁদ-তাঁরার লুকোচুরি খেলার সাথি হতে;
হতে পারে কেউ আমাকে ডাকছে।


কাঁশবনে কোকিল কণ্ঠের মিতালীতে,
নতুন দূর্বা ঘাসের একটু স্পর্শ মিলাতে;
ঘাস-ফড়িং'র গোল্লাছুটের সঙ্গি বেশে,
গাঁ'য়ের এক পায়ে পথ'কে বন্ধু ভেবে;
শরীরের স্পর্শে থাকা হুকনা ছড়াতে,
ভেবে নেব কেউ আমাকে ডাকছে।


বৃষ্টির মায়াবী সৃষ্টির মাঝে কেউ হয়তো....,
বুকের দোয়ার খুলে অপেক্ষিত পথের প্রতিক্ষায়,
কিছুটা ভালোবাসা স্বার্থ গ্রহনের জন্য;
আমি আজও জানিনা'কে আমাকে এভাবে....!
তবে কে যেন তার প্রয়োজনে,
আজও আমাকে ডাকে।



[ সারথী, ❤️ লেখা-০৩. ০৭.২০০১ ]