সময়ে এবং অসময়ে মনে হয়,
পৃথিবীর সবটুকু ইচ্ছে'য় যেন.....
আমার একাকী ছিলো.....;
মনে হয় কিছুদিন একান্তই তোমারী সঙ্গে......।
এবং....
বাকি দিনগুলি জীবনের ও রোদ্রুর সঙ্গে....
আর.....
রাতের বেলা চাঁদকে বন্ধু করে পারার।
ও.....;
কষ্টের কথা বলতে চাইলে...!
স্বার্থের বাড়া বাড়িতে লাগেও বেশ....;
সাঁঝের বোলা নীলময়া আকাশের নিচে।
আমাদের দেহ-মন ভালবাসে নিজেদের কে।
সেই অভিব্যাক্ত হৃদয়ের অতীত'কে.....?
এক দিনের সেই যৌবনের উদ্দম পূশ্পময়তা,
কত রাত জাগা তুষারের রোদ্র ঝড়।
কত না বাথরুমে লুকিয়ে সময়কে পার করেছি,
সর্দি আর খুস খুসে কন্ঠস্বরে।
এ কথা মনে পড়লেই,
এখানেই বিমর্য় হয়ে যায়....!
কি আস্বচার্য্য.....?
সবাই কি এমনি হতে পারে?
কেন'ই বা এমন হয়
তার পরে.....ও...!



[ সারথী, ❤️ লেখা-০৩.০৫.২০০২]