আমি তো ভালোবাসি,
আকাশের নিলীমাকে,
পথের বাঁকে আগাছার মাঝে জন্মানো;
ঐ ধুতরা ফুল, ঘাস ফুল কে'ও।


ভালোবাসি,
নদী এবং সাগর'কে;
সাগরের বুকের অজস্র বালুকনা'কে,
বিশাল সমরাজ্যের জলরাশি'কে;
ইন্দ্রিয়বিলাসী কম্পিত সাগরের উত্তল ঢেউ'কে।


আমি তো ভালোবাসি।
নিঃশব্দহীন লাজুক রাজ্যসুন্দরী প্রজাপতি'কে,
ক্ষনিকের জীবন গল্প শোনাতে আশা উইপোকা'কে;
আষাঢ়ের রোদ-বৃষ্টির মাঝে খেলায় মত্ত ফড়িং'কে,
ব্যাস্ত জীবনের ক্ষদ্র পিপীলিকা'কে;
রাতের অন্ধকারে অনেক কষ্টে জ্বলে ওঠা জোনাকি কে'ও।


ভালোবাসি।
কালো কষ্ট'কে,
বিদগ্ধ হৃদয়'কে,
অশ্রু সিক্ত বেদনা'কে;
রাতের বুকে কষ্ট জমানো ললাট চাঁদ কে'ও।


আমি তো এখন ভালোবাসি,
প্রতিহিংসার নিস্তব্ধ জীবনের ক্যাপসুল'কে,
আগ্নে অস্ত্র'কে, এটম বোমা'কে,
প্রতিপক্ষ ও অহিংস সমাজ'কে;
জীবনের শেষ পিপাস্থিত তৃষ্ণা'কে;
ভালোবাসি অনিশ্চিত জীবনের গতি পথ কে'ও।


এখন তো ভালোবাসি,
হিরোইন, কোকেন, মত্ত ও গাঁজা'কে।
বাকি জীবনের ভালোবাসার সঙ্গী করতে চাই
কালো সাই যুক্ত এ্যাষ্ট্রে'কে।
দু'পয়সার ছলনাময়ী ললনা'কে,
এখন আমি প্রতি মুহুর্তে খুঁজে ফিরি
বর্তমান অন্ধকার ছায়া পথ'কে!
যেখানে সময় উপযোগী কৃত্তিম শান্তি পরিবেশন হয়।


আমি তো ভালোবাসি।
তোমাকে,
তোমার কাঁজল করা চোখ'কে,
রং মেশানো ঠোঁট'কে;
তোমার...
শরীরের ঘাম ও মাংস পেশী'কে;
হৃদয়ে চাঁপা শিহরিত কন্ঠস্বর'কে!
একটু আবেগময় দীর্ঘ নিঃসৃত শান্তির নিঃশ্বাস'কে।


আমি তো ভালোবাসি,
আমাদের শেষ দিন'কে,
তোমার প্রতিছবি'কে,
আমাদের পিপাস্বার্থ হৃদয়'কে!
অতিতের আবেগময় স্মৃতি গুলো'কে।


আমাদের ভালোবাসা'কে;
আমি ভালোবাসি!
ভালোবেসে যাব।



[ সারথী, ❤️ লেখা-০১.১১.১৯৯৯ ]