গত সব ব্যর্থতা গুলো আজ....
দিনের উজ্জ্বল পথ ছেড়ে,
ধূসর স্বপ্নের দেশে গিয়ে;
হৃদয়ের আয়নায় আকাঙ্ক্ষার ইতস্তত দেখা দেয়।
গণতন্ত্র আজ গণতান্ত্রিক অবস্থানে শিথিল।


দ্বীপদেশে হরিদ্রাব......  পাতা.....!
মাঝে মাঝে দমকা বাতাস এসে একটু একটু করে,
নেড়ে যাচ্ছে বুকের মাঝের ছোট্ট জমিন টাকে।
তবে.... এবং.... তবুও !
সত্য  কি মিথ্যা...  তা আমি জানিনা?


মাথার ভিতর বড় বেশি ঘোর.....,
কিছুটা অস্থির'ও হয়ে উঠছে মাঝে মধ্যে;
যুগপৎ রৌদ্র ছায়া রাজপথ ছড়িয়ে খেলা করছে।
রৌদ্রময় মুহুর্ত বড় বিশ্রী;
দিগন্তটা মনে হয় পোড়া জমি।


পারফিউমের ঝাঁঝালো গন্ধে বাতাস,
কেমন ভারী হয়ে উঠছে....!
বিষাক্ত ধোয়া অসহ্য ঠেঁকছে,
এভাবেই এখন দিন-রাত
এ ভাবেই বেচে থাকা....



[ সারথী, ❤️ লেখা-২১.০৩.২০০২]