তুমি;
আবার কখন.... কোথায়....,
কি ভাবে হারিয়ে যাবে?  
এ কথা ভাবতেই...,!
নিজের অজান্তে থমকে যায়।


তবু্ও.... ;
পর্যায় ক্রমে সকল কর্মব্যস্ততা,
চিত্রকর্মের মাঝে... তোমাকে ;
ধরে রাখতে হবে আমায়...।


সে'দিনের শৈল্পিক বিকেলে,
তোমাকে নিয়ে তৈরী করবো;
আমার মানবিক চিত্রকর্ম।


তার মাঝে কিছুটা থাকবে,
অগোছালো ভূল বুঝা-বুঝি।
কিছুটা অলিন্দের অভিমানী কৌতূহল;
সকল কর্মব্যস্ততাকে নিজের করে নেবে।
সে দিন....
তোমারী এবং আমারী জন্য।



[ সারথী, ❤️ লেখা-১৩.০৯.২০০২ ]