যখন আমি থাকবো না,
ইচ্ছে হলে খুঁজে দেখ, পাবে তুমি।
সূর্যের লাল আলোই মোরগ ডাকা ভোরে,
সকালের শিশির মাখা ঘাস ফুলের মাঝে,
ঘুম জাগা গোলাপের পাপড়িতে,
ধানের শীর্ষে, সরিষার ক্ষেতে;
গ্রামের পুকুর পাড়ে দোলনা মাঝে,
এক পায়ে কাঁদা-মাটির মেঠো পথে।


আমাকে খুঁজে দেখ, পাবে তুমি।
সমুদ্রের অতলে, নদীর উত্তালতায়,
দুপুরের ঘাম ঝরা রোদ্রের আল্ত ছোয়াতে,
বিকালের রক্তিম আকাশের লালাময়ী সূর্যের অর্ধভাগে।
অন্ধকারের সন্ধা তারার অস্তিত্বের মাঝে,
রাত জেগে থাকা জোনাকিকে বলো;
সে আমার ঠিকানা জানাবে।


আমাকে খুঁজে দেখো, পাবে তুমি।
জ্যোৎস্না রাতে আকাশের গায়ে;
মেঘ ও চাঁদের লুকোচুরি তুমি যদি দেখাে।
তখন তুমি ভেবো,
আমার অস্তিত্ব এমনি ভাবে মিশে আছে।
যদি দেখো এক জোড়া কপোত-কপোতী উড়ে যাচ্ছে নীড়ের জন্য;
যদি দেখ ভালোবাসার দাবিতে মিশে গেছে ওরা একাকার।
ভেবে নিও ঠিক এমনি এক সময় আমি ছিলাম তোমারী বুকে।


একটি মুহুর্ত ছিলো, শুধু আমায় নিয়ে তোমার স্বপ্ন-সকাল।
যা ছিলো তোমার বিশেষ কিছু;
হয়তো তুমি ভাবনি এই স্বপ্ন হবে আজ মরুভূমি।
ছায়াহীন মরুভূমি যেমন অনুভর করে গাছ'কে।
সময়ের প্রয়োজনে আমাকে,
ঠিক তেমনি ভাবে হারালে'ও;
তুমি অনুভব করবে শুধু আমাকে।
তবুও তুমি আমার ঠিক-ঠিকানায় এসো,
সময়ের মাঝে আমি;
থাকবো তবুও.....তোমারী।



[ সারথী, ❤️ লেখা- ০৯.০৬.২০০১ ]