ঘুমের মাঝে অদ্ভুত এক পৃথিবী,
ঘুমের পরেও ঘুম।
বাস্তব এবং অবাস্তবতার মাঝে,
বয়ে গেছে আমার পরিপূর্ণ ইতিহাস।


ঘুমকে আমি আগলে রেখেছি,
দু-চোখের পাপড়ি মাঝে,
অদ্ভুত এক স্বপ্নের তানে পাল তুলেছি,
ঘুমের স্পর্শে স্বপ্ন ডুবিতে আছি;
আমি...এবং.... অতীত।


আমি....
দেখেছি সব কিছু,
যা-কি-না আমার,
ছোট্ট সমরাজ্যের মাঝে ঘটে যাওয়া;
আমার কিছু অতীত।


আমি তোমাকেও দেখেছি,
আমার স্বপ্ন সফেনের সিঁড়িতে পা রাঁখতে।
তোমার মাঝে দু'জনার ঘর-বসতি দেখেছি,  
আমার বাসনা পূর্ণ ছোট হৃদয়ে।
একটু ভালোবাসার জন্য,
তোমার স্পর্শে এসেছি;
আমি হারিয়ে গিয়েছি,
তোমারী মাঝে।


তুমি যখন আমার স্পর্শে এলে,
তখন এ হৃদয়ে ঘটলো বিদ্যুৎ'তের কম্পন।
যখন তুমি আমার হৃদয় চোখে চোখ রাখলে,
তখন আমার উষ্ণ হৃদয়ে ঝড় উঠে ছিলো;
আবেগী অদ্ভুত এক ঝড়।


ভালোবাসার প্রসন্ন আবেগে,
তুমি যখন আমায় শোনালে;
আমার মনুষ্য বক্ষ পিণ্ডের কথা।


সে রাতে অগোছালো ঘুমের মাঝে,
প্রিয়সীর আবেগী ছোয়া পেয়েছি;
তোমার স্বপ্নে আঁকা পৃথিবী মাঝে,  
বাস্তবতার রুপক কবিতায়।


তোমার...
সয়ং স্পর্শে আসেনি কখনও,
ভালোবাসার হিজল তলে।
তোমার প্রতিছবি দেখেছি মাত্র,
স্বপ্নের মাঝে ভালোবাসাকে জন্ম দিয়েছি;
দিয়েছি...!
কৌতূহল যোগানো প্রেরণা,
আমি পেয়েছি  তোমায় স্বপ্নের স্পর্শেত।



[ সারথী, ❤️ লেখা- ১৯.১১.১৯৯৯ ]