অনেক সময় পর,
"সময়" কথাটাকে সময় বল্লে...;
একদমই.... মানাই না।
প্রায় দু'যুগ, মানে এ-কুশ বছর পর,
পরিবারের সাথে থাকাটা, ভাবতে ভিন্ন অনুভূতি।
সময়ের ফাঁকে বাঁকা এক ফালি চাঁদ;
উঁকি দিলো পবিত্র মাহে রমযান...,
স্বপ্নের মাঝে কাকতালীয় স্বপ্ন আমার !
আমি হয়তো ভাবিও নি.. আমার জীবনে আবারও...,
বাবা-মা আর,পরিবার সকলের সাথে সময় উপযোগী সেহারী, ইফতার একই পাটিতে।
বিষয়টা মজার, অন্য এক অনুভূতির জন্ম দেয়।
এ যাবৎ কাল একটা ইফতার বাবা-মায়ের পাশে বসে করবো ভেবে,
কত না কল্পনার ক্যালেন্ডারে দাগ কেঁটেছি।


যান্রিক সারিতে নিজেকে দাঁড় করাতে গিয়ে,
চাহিদার খাতাতে সময়কে,অ-প্রয়োজনের নিকট ধার দিয়েছি।
এখন....!
ইচ্ছের ফদ্যোটা সিপি দিয়ে আটকে রেখেছি।


মনে পড়ে কতদিন অফিস আর যানজটে,
পথের মাঝে ইফতার শেরে নিয়েছি।
জামাতে তারাবী, সে তো সময়ের মাঝ পথেই ইতি টেনেছি।
এভাবেই শেষ হয় প্রতিবছর রমযানের আয়োজন।
আবেগী স্মৃতির ফ্রেমে আটকে রাখি আমার চাহিদা গুলো।
আগামীও হয়তো এভাবেই,
ব্যাক্তি-আশা গুলো আশ্রয় নেয়,
জীবন চাহিদার জেল খানাতে।
একদিন কল্পনার ক্যালেন্ডার পূর্ব বয়সে এসে দাড়াবে।
সেদিন সবই থাকবে,
ঐ দিন আমি থাকবো সকলের স্মৃতিতে।


[ সারথী, ❤️ লেখা- ০৬.০৩.২০২০ ]