দিনের আলো নিভে গিয়ে,
রাতের হতাশা নেমে আসে।
সন্ধ্যা তারা অনেক আগেই মিলে গেছে,
ঐ আকাশের পানে;
রাত এখন অনেক!
চারি দিকে নিস্তব্ধতা।


এই রাতে আমি একা জেগে আছি।
নিশি রাত'কে আমি সাথি করেছি;
আমার কবিতার খাতা আর ঐ আঁকাশ কেউ।
পূর্বের জানালা উজাড় করে দিয়েছে তার হৃদয়;
পূর্বের মৃদুমন্দ বাতাসের ঘ্রান পেতে চাই,
এই নিশি রাতের আঁধারে।


পৃথিবী পূষ্ঠের মানব মন'রা....
ভালোবাসার উৎফুল্লতার স্বাধ,
গ্রহন করছে এই রাতের আবেশে।
বাহিরে জোনাকিরা নিশি রাতে,
তাদের মানের উৎকন্ঠা প্রকাশ করছে।
এই রাতেও মাঝে মধ্যে শুনতে পাই,
শিয়ালের ভালেবাসার আত্ননার্থ।
কখনও বা দূর পাথের চলন্ত গাড়ির শব্দ ভেসে আসে।
দূরজ'স্বপ্ন ও প্রয়োজনকে মেনেই চলছে পাহাড়ের গায়ে।


আকাশে পরিষ্কার জ্যোৎনার চাঁদর মেলেছে।
এই নিশি রাতে,
ভালোবাসার কবিতা;
আমার হৃদয় মাঝে প্রতিধ্বনীত হচ্ছে।
জলের আবেশে যেমন করে,
কাঁদামাটি ধুয়ে দিয়ে যায়;
তেমনি নিশি রাত কেঁটে যাবে দিনের আলোতে।
অপরাহ্নে আঁকাশের রং ফিকে হ'লে।
তোমার বুকের পরে দেখবে;
আমাদের পৃথিবীর রাত।



[ সারথী, ❤️ লেখা- ২৫.০৯.১৯৯৯ ]