সে'দিন হারিয়ে গেছি,
সময় সমুদ্রের পারে;
কোথাও উচ্ছল প্রানশিখা,
কোথাও ডোভো পাখি নয়,
তবুও যে কোথায় সেই অর্নিবচনীয়!
স্বপ্নের সফলতা।


হঠাৎ বুকের কাছে সব খুজে পাই,
সারথী, তোমার কাছে আমি।
কিছু ঋনী, আবার ঋনী'ও নয়?
সময় তা বুঝে নিবে......বটে;
সেই দিন ;
হালকা বাতাসে...,
গেছো যে হারিয়ে পৃথিবীর ভিড়ে,
তুমি...।


সারথী..,
নক্ষত্ররা চুরি করে নিয়ে গেছে তোমায়;
তুমি হয়তো আর ফিরবে না..,
আমার পথ পানে...।


কুকুরের ক্যানারির কান্নার মতন,
এ কেমন পরিবেশে বয়ে গেছে সব.. চারিপাশ;
দুপুরের শুন্য সব বন্দরের ব্যাথা,
বিকালের উপকন্ঠে সাগরের চিল,
ফিরে এসে রাতে ক্লাবে,
শান্ত জলে জুড়াচ্ছি।


এ সব নিস্তব্ধতা.. শান্তির ভিতর,
আমি জেগে জেগে স্বপ্ন দেখছি;
হঠাৎ স্বপ্নের মাঝে,
পেলাম কাছে তোমাকে,
তোমার চোখের দিকে তাকাতেই দেখি
শত শতাব্দীর নীল অন্ধকার।


আমি তোমার চোখকে স্বরন করে বলি;
আমি এখন বিশৃঙ্খল,
তোমারী পিপাসায়;
আমি ভাবি; যেন...,
জানি আমি...,
তবুও....;
সে'কথা তোমাকে জানাচ্ছি
যে'কোন প্রেমিক
আজ এখন আমার।


আজ....;
আমার হৃদয় পবিত্র নেই;
আমি নরপিসাচের মত রুপ নিয়েছি,
নারীর শরীরের ঘ্রানের তানে;
আমি আজ উম্মাদ।
আমি আজ ভূলে গেছি,
আমার পবিত্র প্রেমের ইতিহাস।


[ সারথী, ❤️ লেখা - ৩০.১০.১৯৯৯ ]