অচেনা দিনের মাঝে তোমাকে দেখলাম;
কি অদ্ভুত এক দৃষ্টি ছিলো,
তোমার রং করা চোখের কার্নিসে।
অনিয়মের মাঝে;
খনিকের ভালোবাসার দৃষ্টি,
তোমার আলিঙ্গন করেছে।
আমি তো ভালোবাসার দাবানলে শিক্ত;
আবেগময় অনুভবে বুঝতে পারিনি।
তোমার চোখের কোনে দেখেছি,
প্রকৃত ভালোবাসার নীরভূল মানচিত্র।
আমি তোমাকে দেখলাম অবিরাম ধারায়,
তোমার দু'আঁখির পরশ্ব বেশে উৎকণ্ঠা ঝরে চলছে;
নায়েগ্রার জল প্রপাতের বেসে,
ভাসছে মুখমণ্ডলে...!
মুখংশের লুকোচুরি তাকে মানতে ব্যার্থ,
সেখানে কোন অনিয়ম নেই;
নেই বাঁধাহীন বাঁধনের আনাগোনা।
আমি তোমার ঐ ঠোঁট'কে চিনেছি,
দেখেছি সেখানে জোনাকিদের নৃত্যের আবির্ভাব;
যেনো আমায় আঁড়াল করতে চাইছে,
ভালোবাসার মত্ত নেশার মাঝে।
আমি কৌতুহলে লুকোচুরি দেখেছি,
তোমার রক্ত মাংসের শরীরের মাঝে;
জীবনের নিদারুণ মায়া,
মিশে আছে তোমার মাঝে।
স্বপ্নের পাখিরা গান করে সুরেলা ছন্দে,
ঢেউ তোলে হৃদয়ে গভীরে;
বুকের ভাঙ্গন তালে ;
ভালোবাসা বেঁচে থাকে,
বেঁচে থাকে সগৌরবে।
এবং....
বেঁচে থাকবে আজীবন ;
আমার কল্পনার স্মৃতি মন্দিরে।


[ সারথী, ❤️ লেখা- ৩০.১২.১৯৯৯ ]