শূন্য একটা পৃথিবীর মাঝে,
একটু আবেগ একটু ভালোবাসা
অন্ধকার কোলাহল মুক্ত পৃথিবীতে,
অপ্সরী.....
তোমার ভালোবাসার আত্ম চিৎকার,
আকাশের নীল মেঘে চাপা পড়েছে;
আজ..!


কিন্তু একটা সময়,
ভালোবাসার তানপুরাটা মনের কথার,
শুর মিলিয়েছে তোমার কন্ঠে;
সুমুদ্রের ন্যায় উত্তাল ঢেউ'র,
গর্জন বেজেছিলো তোমার হৃদয়ে;
সে দিন তুৃমি...
দক্ষিণা হৃদয় দোয়ার খুলে দিয়ে ছিলে,
তোমার মনের মনি-কোঁঠায় আসন পেতে ছিলে!
সে আমারী জন্য।


আজ...
আমি তোমাকে হৃদয়ে রেখে,
তোমার শুদ্ধি কবিতার ভাষা,
শুনতে চাই আমার পৃথিবীতে।


ভালোবাসার কবিতা গুচ্ছ,
আজ হারিয়ে গেছে!
আমার হৃদয় থেকে,
হারিয়ে গেছো তুমি...।


তুমি;
অফোঁটা জোৎনা রাতে ঝরে পড়েছো,
আমার বক্ষ পিন্ডের মাঝ থেকে।
আমার কবিতার খাতা অবরোধে মত্ত,
তোমায় নিয়ে কলমও লিখতে অপ্রস্তুত।


তুমি কি না...আজ;
নতুন স্বপ্ন ছায়া পথে,
রঙিন প্রচ্ছদে নিজেকে....!
আজ... ইচ্ছে গুলোকে,
তারী হৃদয় মাঝে,
পবিত্র মিলনে মাতোয়ার।


কখনও...
আমি সম্মুকে আঘাত করবো না,
আমার প্রেরিত চোখ বুঝি,
আজ...
তোমাকে খুজতে চাইবে'না।
আমার ক্ষর্ধাত হৃদয়,
এখন... আর...,
তোমার জন্য অবউষ্ণ পিপাসা,
জাগাবে'না মনে।
এখন!
তোমার প্রতিছবিকে,
হৃদয়ে ধারন করবে'না।
তুমি আমার হৃদয় থেকে স্বাধীন,
এখন,
তুমি স্বাধীন বাতাসের,
ঘ্রানের মুক্ত স্বাধ গ্রহন করবে।

আমি...
তোমাকে দেখতে চাই  
আমার কাতর ছোখের দোয়ার খুলে।
এ মুহুর্তে তুমি..,
ভালোবাসার সমুদ্র সোফেনে মিছে ডুবে আছো,
অন্য কোন যুবকের হয়ে,
তুমি মিশে গেছো তার হৃদয়ে।


আমি দেখতে চাই,
আজ.. ভালোবাসার ঘ্রান,
স্পর্শ করেছে;
তেমার শরীরের গন্ধ।


এখন
কৌতুহলের উন্মাদনায় উৎফুল্ল উল্লাস,
ভোগ করেছে তোমার হৃদয়;
ভোগ করেছে তোমার তৃষ্ণার্ধ শরীরের অংশ বিশেষ।


আর কখনও
হয়তো পূর্ণিমা রাত,
তোমার হৃদয় আঙ্গিনায়;
অন্ধকার ছেয়া এ্যাকে দেবে না,
আর কোন কালো মেঘ।


কবিতার খাতাকে পূর্ন জীবন দিতে চাই
কলমের কালির মাঝে সংরক্ষণ করতে চাই,
শুধুই তোমাকে।


আমার একক ভালোবাসা,
আমার হৃদয়ে চিরজ্জিবিত রাখতে চাই ;
বুবা ভাষা হিসাবে।
বাাকি জীবনে বেঁচে থাকতে চাই,
শুধু তোমার
স্মৃতি কে নিয়ে।



[ সারথী, ❤️ লেখা-১৫.১১.১৯৯৯ ]