সে যে আমার দাদী,
বয়স তিন কান্দি।
নামটি তাহার হিঙ্গুলজান,
সহজ সরল আপন প্রান।
মাথা পাঁকা চুল,
বুদ্ধিতে মাথা গোল।
পরে সাদা শাড়ী রঙিন পাইড়,
দেখতে লাগে চমৎকার।
ফোকলা দাঁতে হাসে,
পান খেয়ে দিন কাঁটে।
পানের সাথে জর্দ্দা সুপারি,
না পেলে করে খবরদারি।
নাতী নাতনী নিয়ে,
কাটছে জীবন সুখে।
ডজন মেলে নাতী-নাতনীর,
আনন্দে তার কাঁটে সারাটা দিন।
মায়া মমতায় ভরা,
তারি হৃদয় গড়া।
ভালোবাসার মায়ায়,
বাকি জীবন কাটাতে চাই।
দুই ছেলে এক মেয়ে,
সবাই তাকে শ্রদ্ধার সাথে মানে।
বউ জামায় তাকে,
বড় ভালো জানে।
গ্রামবাসী তাকে,
সম্মান দিয়ে থাকে।
শেষ জীবনে এসে,
সুখে আছে সে যে।
আল্লাহর পথে থেকে,
জীবনের সমাপ্তি চাই সে।


[ সারথী, ❤️ লেখা- ০৫.১২.১৯৯৯]