আমার অতীত,
সে তো কবেই জীবন ডায়েরির মাঝে চাপা পড়ে আছে;
তবুও...,
সেই অতীত
শুধু অতীত কে'ই নাড়া দেয়।


আমার অতীত
শুধু তোমাকে নিয়ে,
আবেগ প্রবল স্মৃতি কে'ই মনে করিয়ে দেয়।
কিন্তু.. ,
স্মৃতি তো শুধু'ই...
স্মৃতি হয়ে'য় বেঁচে থাকে।


আমার অতীত..
সাগরের বিস্তৃতি বিশাল জলরাশির সমরাজ্যের মত;
সু'বিশাল আকাশের মত,
এক অতীত;


তবে আজ..
আমার অতীত,
সাগরের বালুকনায় চাপা পড়ে আছে।
ঐ আকাশের নীল মেঘের মাঝে লুকিয়ে গেছে;
হারিয়ে গেছে দিনের সূর্য যেমন রাতের মাঝে,
তেমনি.....!


আজ এবং এখন....
সেই অতীত....
মনে পড়লে
আমার অতীত...
একান্ত আমারী হয়ে ব্যথা দেয়।
আমার শূন্য হৃদয়ে পুনরায় ভালোবাসার পিপাসা জেগে ওঠে।
এনালগ ঘড়ির একটা সেকেন্ডের ন্যায়,
হদয়ে কষ্ট উঁকি দিলে তাকে'ই মনে পড়ে।


আমার অতীত  
মনে হলে
বুকের আত্নঃনার্থ ঝরে পড়ে,
নীল রক্ত বেসে দু'নয়ন বেয়ে।
আমার অতীত
সবাই'কে জানাতে চাই
মৃত্যু দেহের নিস্তব্ধ কন্ঠস্বরের মধ্যে দিয়ে।


আমার অতীত
শুধু তোমার প্রতি ছবি হৃদয়ে জাগায়,
তোমাকে স্বরনে রেখে,
আমার মাঝে গড়ি কষ্টের প্রাসাদ।
আমি.....
আমার অতীতকে
আল্ত হাতে নিক্ষেপ করতে চাই নিক্ষিপ্ত হৃদয়ের মাঝে,
ভালোবাসার ময়লা-আবর্জনার ডাস্টবিনে।


আমার অতীত
স্বপ্ন বিভরের মাঝে জাগরন করে,
চোখের মাঝে অগোছালো অতীত গুলো খেলা করে।


আমার....
সেই অতীত,
কবে-
আমার হৃদয় মাঝে আত্মহত্যা করেছে।
তবুও
আমার হৃৎপিণ্ডে শুকনো খোলসের মাঝে;
সঞ্চালিত হতে চাই,
রঙ্গিন রক্তের বেসে।


আমি ভূলে যেতে চাই
আমার অতীত'কে,
আমি ভূলে থাকতে চাই
তোমাকে..,
তোমার স্মৃতিকে;
কি লাভ শুকনো পাপড়িতে
কষ্ট ধারন করে।
বিদগ্ধ এ হৃদয়ে
কি লাভ আমার অতীত 'কে
আজ মনে করে।



[ সারথী, ❤️ লেখা- ০৫.১১.১৯৯৯ ]