ছোট্ট সেই বালিকাটি,
কখন.. যে যুবতী হয়ে উঠছে বুঝতে'ই পারিনি।
নিরস্ত্র দেহের মাঝে তার পাজর কাঁপানো সুখ,
কি অদ্ভুত অনুভূতি তার মাঝে।
সে এখন ময়ুর পঙ্খীর মত,
লুকিয়ে রাখে তার দেহকে।
তার হৃদয় মাঝে জেগে উঠে,
নিটল প্রলয় কাব্য।
গোধুলীর রং হৃদয়ে চাই,
চির তরঙ্গে ভাসতে চাই.... সে।
রহস্য আড়াল করে রাখে স্বপ্নের ভিতর;
সে....এখন, চৌকাঁঠ পেরিয়ে গাড়ো নিরুদ্দেশে,
সহিঞ্চু পিপাসা নিয়ে ভূগছে।
মুখ'শ্রীতে নামে সন্ধ্যা,
অস্পষ্ট কথার মাঝে লুকিয়ে থাকে ছন্দ-নিষেধ।
পথিকের দৃষ্টি গোচর হলে,
সে... তার শষ্য রেনু মাখাতে চাই;
তারী অষ্ট-পিষ্ট দেহের মাঝে।
সে তার কল্পনায় বাঁধতে চাই,
অদেখা পুরুষের ঘনিষ্ঠতা।
থমকে দাড়িয়ে থাকে কারও অপেক্ষায়;
অ'শেষ প্রেমের তৃষ্ণা নিয়ে,
এক দিন....!
বয়স্ক স্মৃতিতে শ্রেয় ও প্রণয়ের দ্বন্দে;
ভালোলাগা ভালোবাসা চুপ হয়ে থাকে।
সে খুঁজবে শুধু'ই সুখের ঘনিষ্ঠতা।



[ সারথী, ❤️ লেখা- ১২.০২.২০০০]