আজ রাত অন্ধকারের গণ্ডিতে আবদ্ধ।
মনে হয় পৃথিবীকে লুকিয়ে রেখেছে,
কালো চাঁদরের মাঝে।


আজ....,
আকাশের মনে কষ্টের অভিমান,
মনে হয় সে বাতাসের কাছ থেকে;
নিঃশ্বাসটুুকু নিতে ভূলে গেছে।


আজ সে....,
অভিমান করেছে;
তার ভালোবাসার কবিতা গুচ্ছে।
আকাশ থেকে তারা গুলো,
আজ... পালিয়ে গেছে,
ভালোবাসার অভিমানী রুপ দেখে।


তবুও এমন,
একটি রাত আমার মাঝে এলো;
যে রাতকে নিয়ে কিছু লিখতে চাই কলম।
সে কবিতার পাণ্ডুলিপিতে লিখতে চাই,
তার হৃদয় মাঝে জন্ম নেওয়া কিছু কথা।


আজ.... সে কথা...!
আমিও লিখবো বহুদিন পর।
একটি রাতকে নিয়ে রাতের কথা,
সে কথা শুধু কবিতার মাঝেই;
শুধুই একটা রাতকে নিয়ে।



[ সারথী, ❤️ লেখা- ০৫.০৪.২০০০]