একটি জাতির আবেদনের গল্প,
যুদ্ধে বিধস্ত শরনার্থীদের গল্প,
তাবুতে আশ্রয় নিথর জীবনের গল্প,
মুসলিম ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায়;
স্মর্তির পটভূমিতে আজ আল-আকসা।
বারুদ যুদ্ধে রক্তের মোহনায় ফিলিস্তিন,
বাঁধন হারা শরনার্থী জীবন কাঁটছে অন্ধকার তাবুতে।
প্রতিশ্রুতির অপেক্ষায় ক্ষুধা, আত্মনার্থ বিছিয়ে;
অনিশ্চিত জীবন আছে কিছু পাওয়ার আকাঙ্ক্ষায়।
দু-ডজন ব্যাক্তির জন্য মাত্র দুই পাউন্ড রুটি,
দশ বছর যাবৎ চলছে শরনার্থীর নিরস্ত জীবন।


দৃশ্যমান মানবতা নিজ শান্তির আশায় পিছু হাঁটছে।
নমরুদের মত আমাদের বিবেকও আজ মানবতা হারিয়েছে।
এই মুসলিমদের অধিকার'কে
যারা বিভ্রান্তের দুয়ারে.... ছুড়ে দিলেন।
যাদেকে আজও ভুলের ঝুলিতে তুলে রাখতে চেয়েছেন।
তবুও তারা....
আজ... প্রতিবাদী হয়ে ওঠে,
অন্যায়ের বিরুদ্ধে অজানা শোষিত মানব ;
বিচ্ছিন্ন কিন্তু ঐক্যবদ্ধ।
তারপর আলো থেকে যখন তাঁবুর দিকে অগ্রসর হয়-
প্রত্যাবর্তনের সেই বিপ্লব....!
তাদের জায়গা করে দিলো তাঁবুর অন্ধকারে।


ইসলামের দ্বীপ্ত মশাল আর নূরী উম্মতের রক্তে মেশা মাটি,
দ্বীনি ইমাম মাহদীর অপেক্ষায়।
আল্লাহ তুমি মুসলিমদের মুক্তির দোয়ার খুলে দাও,
পবিত্র আল-আকসা নমরুদ মুক্ত করে দাও।



[ সারথী, ❤️ লেখা-২৭.১০.২০২৩ ]