হযরত ইবরাহীম (আঃ) বসবাস এ-ভূমিতে ।
নবী ইসহাক (আঃ) ও ইয়াকুব (আঃ)-ও ফিলিস্তিনী।  
ইউসুফ (আঃ)-এর জন্ম তো এখানেই।
হযরত লূত (আঃ) ফিলিস্তিন অংশের মানুষ।
নবী দাউদ (আঃ)-এর জীবন অতিবাহিত করেছেন এ-ভূমিতে।
সুলাইমান (আঃ)-এর রোমাঞ্চকর জীবন কাঁটে বায়তুল আকসাকে ঘিরে।
হযরত সালিহ (আঃ) কতো ঘুরেছেন এই দেশের অলিগলি!
হযরত যাকারিয়া (আঃ) থাকতেন বায়তুল আকসার মূল কেন্দ্রে।
তাঁর কাছেই বড় হয়েছেন হযরত মারইয়াম (আঃ)। হযরত ঈসা (আঃ)-এর জন্ম'তো এখানেই।
আমাদের প্রিয় নবী (সঃ)-এর ঐতিহাসিক ভ্রমণ ছিল বায়তুল আকসা।
মসজিদুল আকসাতে ইমামুল আম্বিয়ার দায়িত্ব পালন করেছিলেন রাসুল (সঃ)।
মসজিদুল আকসা থেকে যান আরশুল আযীমের দিকে-রবের সাথে একান্ত সান্নিধ্যের উদ্দেশ্যে।


আগামীতে ইমাম মাহাদী আসবেন এই আকসাতে।
ইসলামের শেষ বিজয় আসবে এখানেই " ইনশাআল্লাহ।
আল-আকসার প্রতি ভালবাসা স্থাপন আমাদের ইমানের ইবাদতী অংশ ।
আল-আকসা দখলদারদের হাত থেকে মুক্ত কর আল্লাহ।
ফিলিস্তিনে আপনার দুর্বল বান্দাদের বিজয় দান করুন। আমিন।



[ সারথী, ❤️ লেখা - ১৩.১১.২০২৩ ]