চিরায়ত কিছু স্মৃতি মনে পড়ে,
মন দেবতাকে ভাবতে শেখায় প্রেমের কথা;
প্রেম তো শক্তিমান দেবতা।
মানুষের গল্প কথা যদি সত্য হয়,
তবে...., কি ভাবে।


পুষ্পগন দেখেছিলো প্রসাপিলার আহবান,
প্রসূন ফোঁটার আগেই,
কেন ছিড়ে নেওয়া হয়েছে সে মুকুল।
জীবনের জটিল বুনট, তাৃত থেকে তা-ও;
খুলে নেওয়া হয়েছে।


তবুও....,
আমি চেয়ে ছিলাম সে ক্ষতি সইতে;
কিন্তু পারিনী....!
দুই'জনার ভালোবাসা লুপ্ত হয় নিজেদের মাঝে,
নিরন্তর ঘূর্নায়মান চাকা থেমে গেলে;
আজ....!
সমগ্র চরাচর স্তব্ধ করে গেলো,
আমাকে....;
কিন্তু তবুও.....,
যে প্রজ্জ্বলিত প্রামানিক।



[ সারথী, ❤️ লেখা-২১.০৮.২০০০]