দূর ছায়া পথে,
পৃথিবীর প্রেত চোখ বুঝি,
উগ্র চুল্লি বহ্নি হেথা,
অনিবার উঠিতেছে জ্বলি।


জ্বলে উঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা!
আমি ক্লান্ত প্রান এক,
চারিদিকে জীবনের সমুদ্র সফেন;
আঁকাশ মেতে সন্ধা আসে,
ডানার... রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;


অগ্নি পরিধির মাঝে সাহসা দাঁড়িয়ে;
ক্ষুধার্থ দু'টি আঁখি তুলে,
দেখেছি অমূত সূর্য কে.....!
সু'দর্শনা, তুমি আজ মূত;
তবুও তোমার কাছে আমার হৃদয়,
আর্ত কোলাহলে...
তুলিয়াছে গাঙিনীর ঢেউ।


আজ বুঝি ভূলে'গেছে প্রিয়া;
কাঁদমবিনী মহুয়া-ধুতরার স্বাদ,
গন্ধ সুবাসে নিঃশ্বাস নিশ্চুপ।
আজ.. আমার কর্ন তরে বেঁজে উঠছে,
অন্ধকারের পথে... কালো জোঁনাকির,
কাতর ক্রন্দন....!


সূর্য তার স্বাভাবিক চোখে,
বেঁধে দিতে চাই;
ভালোবাসার রশ্নী'কে....!


আজ....;
নক্ষত্রের মত হৃদয়,
পড়িতেছে ঝ'রে;
ধুম্রমৌন সাঁঝে,
পান্থ'স্নান  চিতার কবলে।


ভালোবাসার মিলন স্বপ্ন হয়ে মিলেছে..;
সে'দিন তোমারী আবেশে,
মরিচীকায় ঢাকা.....;
অন্ধকারের ছায়া পথে হাত বাড়িয়ে;
আজ তুমি....!
চলে গে'লে প্রিয়তমা,
চলে গে'ছো প্রিয়া।



[ সারথী, ❤️ লেখা - ৩০.০৯.১৯৯৯ ]