প্রিয়ার মন খরাপ,
মুখে উপছে উঠেছে অভিমানের ছেয়া।
প্রিয়ার অনিদ্র সুন্দর চোখে,
ডানা মেলেছে ভবঘুরে রোদ্দুর;
দৃষ্টি ফেরাতে দাড়িয়েছে সে দূশ্য
বেদনার সুনীল ফুলদানিতে।


থেমে যায় সু'গভীর অতিত সত্তা;
মনে হয় কঠিন পাথর হয়ে গেছে,
প্রগতির থেমে যাওয়া চাকা,
যেন হাসির দোসর।


তবুও আজ...!
প্রিয়ার সে হাসি পড়ে আছে,
আমার টেবিলে..., রজনীগন্ধায়;
এবং... আমি...;
একটি গোলাপের মাঝে,
তাকে অবস্থান দিয়েছি;
নিজেদের চাহিদা স্বার্থে।



[ সারথী, ❤️ লেখা- ১৪.০৫.২০০২]