স্বপ্ন গুলোকে ফেরী করে,
জীবনের পথে অবশেষে;
কিছু প্রেম অবশিষ্ট দেখতে পাই।
সেই.... অবউষ্ণ পিপাসা....;
আজ অনুভূতির কম্পন।


আমার বির্শীন শিরায়,
নাচিতেছে নাগীনির হাসি...।
নর্ম সখী...., তোমার চোখের নীলে;
স্নান শরতের আকাশ তুমি দিলে।


ঋতুস্নাতা অ'জান্তার উর্বর উদবে;
আর গর্ভ-তুরা অবনতি নগরে।
আমার হৃদয় প'ড়ে আছে,
মধ্য অমাবস্যা রাতের নদীর মত।


আমার শিরা-উপশিরার প্রতিটি সিঁড়িতে,
জন্মাতে চেয়েছি এক বিশুদ্ধ কামুকতা।
আমার নিদ্রিত ঠোঁট কেঁপে কেঁপে উঠে।
আমি শব্দহীন নিঃশব্দে.....,
ঘুমের সাঁঝে পান করে চলেছি;
পৃথিবীর আবেগী বৈচিত্র্যময় সকল পিপাসা।



[ সারথী, ❤️ লেখা- ০৭.০২.২০০২]