তোমার সূর্যস্নান ঘর ছেড়ে পারলে এসো,
এবং... দেখে.... যাও;
আমার ভিতরের... তোমার অতীত সত্তা গুলো'কে।
জানালায় পা ছাপিয়ে,
ইজি চেয়ারের মাঝে অবস্থান আমার।
ঘর গোছানো মেঘের মাঝে একটি পরিপূর্ণ চাঁদ,
তার আঁচলে বেঁধেছে কবিতার চাবি;
ঠিক.... ঐ মুহূর্তে আমাকে দেবে বলে...!


বুঝতে পারি....,
আজ... বিশেষ কিছু লিখতে হবে।
তবে... সেখানে ছোট ছোট কতক গুলো কষ্ট,
এবং.. কিছুটা অভিমান অপেক্ষা করছে;


তারপর..ও  নিজেকে লিখতে বলি... ও লিখি।
নদী'কে নারীর কাছে,
আর নারী'কে নদীর কাছে রেখে দাও;
দেখো নদী ও নারী সমান্তরাল।
এবং... বলি;
আমার সমস্ত ভালোবাসার... থেকে,
যে টুকু ভালোবাসা পাবার
তা তোমার জন্য রেখেছি।



[ সারথী, ❤️ লেখা-২০.০৯.২০০২]