আমি........!
এ নীরবে একা থাকতে চাই।
পৃথিবীর আবেগী বৈচিত্র্যময় অবস্থানে,
আমি শুকনো পাতার জীবন চাই।


এক নিবিড় প্রশান্তিতে,
আমার হৃদয় মন ভরে তুলে ছিলো.....,
সেই নীরব তৃপ্তিময় স্মৃতিকে....;
আমি নীরবে অনুভব করতে চাই।


আমি ধুতরার কাঁটাময় ফুল চাই,
যে ফুলের ঘ্রাণের তানে,
আজ.....,
কোন প্রজাপতি'ই আসবে না;
ভালোবাসাকে অনুগ্রহ হয়ে,
জীবনকে কাছে কখনোই টানবে না।


আমি অচেনা অস্পরীকে চাই,
আমি স্বপ্নের মাঝে তাকে....
চিরঞ্জীবিত রাখতে প্রতিও মান;
স্বপ্ন ঘরের অস্পরীকে নিজের হৃদয়ে আলিঙ্গন করলে,
আজ... আর...;
কেউ তাকে নিয়ে কোন প্রশ্ন করবে না, আমায়।


আমি বুকে জমানো স্মৃতি গুলোকে,
নীরবে আমার হৃদয় মাঝে অনুভব করতে চাই;
আমি সবার চোঁখ'কে আঁড়াল করে,
আমার কাতরীত হৃদয় চোঁখের অশ্রু ঝরাতে চাই।
আজ... আমি;
নীরবের মাঝে খুঁজে ফিরি নীরব তৃপ্তিকে।



[ সারথী, ❤️ লেখা- ১২.১০.১৯৯৯ ]