তোমার বিচিত্র রুপের মাঝে,
ঝলসে যাওয়া আমার ভিকারী হৃদয়;
একটু ভালোবাসার আশায়;
আবেগী পিপাসা নিয়ে ভূগছে।


তোমারী বিচিত্র হৃদয়,
কখনও ভালোবাসার তানে ডাকে;
কখনও বা তাড়িয়ে দেয় কুকুরের ব্যবহারের মাঝে।
শকুনের ন্যায় বিচিত্র রুপ তোমার,
প্রয়োজন বোধে ভালোবাসার স্বার্থ গ্রহন কর;
তুমি....।


তুমি বিলাস'ময় দ্রব্যাদি মনে কর,
তুমি মনে কর....
কাঁঠপোড়া অংশ বিশেষ ছায়ের স্তুপ;
তোমার প্রয়োজন.... ,
তোমারী মাঝে;
সমাহিত থেকে যায়...,
প্রয়োজন বিলীন হলে।


ভালবাসার পবিত্র হৃদয়কে,
কষ্টের সাদা কাপড়ের মাঝে;
আবৃত করে ফিরে যাও...!
তোমারী স্বপ্নের নীড়ে।



[ সারথী, ❤️ লেখা- ০২.০২.২০০০]