ধুর্ম মৌন একটি পৃথিবী
সে.... তার নিজের মাঝেই বিরাজমান।
সে কি'না আজ বেকার গ্রন্থ ?
অচেনা জীবনের গল্প কথায়।


তার বক্ষ পৃষ্ঠে শুধু,
কৃষ্ণ মূর্তি রমনীদের আবির্ভাব।
এই বিশাল অষ্টে শুধু,
আমি'ই একজন পুরুষ।
আমার নিরব হৃদয়ে,
তোমার আবেগী চাওনি;
ভালোবাসার হাত সানি হয়ে,
আমার ওষ্ঠে কষ্ট'কে লেপটে দিয়ে যায়।


অচেনা কোন এক রমনী,
আমি রমনীকে উদ্দেশ্য করে বলি;
কষ্টের মাঝে জীবন থাকে,
অন্ধকারের আবছা আলোয়।
ভালোবাসার ললাট পর্দায়,
আমি শুধু তোমারী আলো ছায়া দেখি;
সে হৃদয় থেকে শুধুই কষ্ট জন্ম দিচ্ছে।


জীবনের পূর্ণতা কোন খানে..., কিংবা!
জীবন বলতে কি বুঝায়?
এ পথ পরিক্রমায়,
আলোর অস্তিত্বের জন্য অনেক কিছুই....।
জীবন অচেনা আশ্রয় আশ্রিত....
কিন্তু....ব্যাক্তি...!  
প্রয়োজন হয়ে দেখা দেয়,
অশেষ প্রেমের তৃষ্ণা নিয়ে।


কৃষ্ণ মূর্তি রমনী....,
থমকে দাঁড়িয়ে আছে কারও অপেক্ষায়।
এখন....!
সে তার অস্তিত্ব ও....
সময়ের অবস্থান মেপে চলে।
কিন্তু.....  আবেগময়ী রমনী,
হতাশা গ্রন্থ বিকালে ফিরে আসে;
অচেনা নীড়ের মাঝে!
এ গ্রহে আশ্রিত.... আশ্রয়ে।



[ সারথী, ❤️ লেখা- ১৫.০৩.২০০০]