আমি আমার হৃদয়কে বলেছি।
তুমি যদি অন্য কোন হৃদয়ের কাছে যাও,
কিংবা.... ;
পথে যদি তাকে দেখতে পাও,
তাহলে তাকে বলো।
আমি বেঁচে আছি,
আমি কষ্টে আছি,
আমি অন্ধকারের মাঝে ডুবে আছি ;
অামি সাগরের উত্তল ঢেউয়ে ভেসে গেছি,
আমি কালবৈশাখী ঝড়ে হারিয়ে গেছি।


আমি আমার হৃদয়'কে বলেছি।
তুমি যদি অন্য কোন নতুন স্বপ্ন'কে,
আবার.... ;
হৃদয় গভীরে লালন কর,
তাহলে তাকে জানিও।
আমি বেঁচে আছি অতীত নিয়ে;
অনুভবে যাকে নিয়ে ভাবি,
সে হয়'তো আমার শূন্য হৃদয়ে,
পূর্ণতা পাবার এক ভালোবাস।


আমি জানি....
তবে, আজ সে আমার,
নীরবে ঝরে যাওয়া দু-চোখের অশ্রু।
আমার হৃদয়কে বলেছি,
তুমি তাকে পেলে বলো;
আজ... আবার..... এবং এখন বলছি;
তুমি বা তোমরা......... বলো।



[সারথী, ❤️ লেখা- ১০.০৬.২০২২]