হে স্বাধীনতা এমন তো কথা ছিলো না।
কথা ছিলো আকাশ, মায়াপূরী চাঁদ, আকাশে তুলা রাশির সাদা মেঘ থাকবে।
দিনের জানালা ভেদে সূর্যের মৃদুমিষ্টি রোদ্রুর থাকবে।
তাহলে আকাশ আজ ঘোমটা টেনেছে ক্যান ?
চাঁদ প্রান উজাড় করে জ্যোৎস্না ছড়ায় না কেন ?
সূর্য এখন আর মৃদু মন্দ কিরণ দেয় না।
তাহলে সাদা মেঘ আকাশ পানে কেনো খেলা করে না?
মেঘ-মাতোয়ারা অবিরাম ধারায় বৃষ্টি ঝরে না কেন?


হে স্বাধীনতা এমন তো কথা ছিলো না।
কথা ছিলো নদী ও সাগরের ঢেউ থাকবে,
পূর্বের মৃদুমন্দ হওয়া ঢেউর তালে নূত্য করবে।
তাহলে নদী কেন তার কলকল ধ্বনি শোনায় না?
সাগরের ঢেউ কেন হৃদয় স্পন্দনকে নাড়া দেয় না?
পৃর্বের মৃদুমন্দ হওয়া এখন আমাকে আগের মত মুগ্ধ করে না।


হে স্বাধীনতা এমন তো কথা ছিলো না।
কথা ছিলো সন্ত্রাস মুক্ত সমাজ, পবিত্র শিক্ষাঙ্গন থাকবে।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে বেঁচে থাকার মুল মন্ত্র থাকবে।
তাহলে কেনো দেশপ্রেমীদের কালো বোরকার নিচে সন্ত্রাসবিদেনশী রূপরেখা আঁকা?
শিক্ষাঙ্গনকে কেন পবিত্র ছাত্রের রক্ত দিয়ে লেপন করা হয়?
তাহলে কেন স্বাধীনতার সঠিক ইতিহাস বলতে গেলে
চিরতরে নিস্তব্ধ করা হয় কণ্ঠস্বর?


এ স্বাধীনতা এমন তো কথা ছিলো না।
কথা ছিলো, আইন, শাসন ও ন্যায়বিচার থাকবে।
এ সমাজে আইন'ই প্রকৃত ইতিহাস থাকবে।
তাহলে এ কেমন আইন যে আইন আইনের চাকা ঘুরিয়ে নতুন আইন সৃষ্টি করছে?
এ কেমন বিচার সত্যকে গলা টিপে মিথ্যাকে বাহবা দেয়?
তাহলে এ কেমন শাসন যে শাসন নিরিহ মানুষের উপর বাস-গাড়ি করে?
এ কেমন আইনী ইতিহাস যে ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাসের জন্মদেয়?


হে স্বাধীনতা এমন তো কথা ছিলো না।
কথা ছিলো মায়া, স্নেহ ও মমতা থাকবে।
তাহলে শিশুকে কেনো খেতে হয় মায়ের দুধের বদলে ফিডার?
কেনো হতে হয় মা-বাবার আদর স্নেহ হতে বঞ্চিত?
এ সমাজে পেতে হয় লাওয়ারিশ নামে পরিচিতি।
তাদেরকে কেনো পতিপালিত হতে হয় নার্সিং হোম ও বস্তিতে।


হে স্বাধীনতা এমন তো কথা ছিলো না।
কথা ছিলো ভালোবাসা, প্রেম ও প্রেমের কবিতা থাকবে।
তাহলে কেনো ভালোবাসায় অবহেলিত জীবনের শেষ টুকু ছুড়ে দিচ্ছে পতিতালয়ে।
কেউ বা ভালোবাসার বেদনা ভূলে থাকার আশা খুচ্ছে মদের গ্লাসে।
কেউ সিকারেটের সাই এর মত নেশার আড়ালে নিজেকে বানাচ্ছে ছায়ের স্তুপ।
কেউ বা প্রেমের কবিতা শোনার আশায় অর্ধির আগ্রহে অপেক্ষায়।
তাহলে কেনো বা হতাশা কেনো বা মিথ্যা অভিনয়!


হে স্বাধীনতা এমন তো কথা ছিলো না।
হে স্বাধীনতা স্বাধীন বাংলায় জাহেলিয়াতের অভিশাপ আর চাই না।
চাই মুক্ত স্বাধীনতা, যে স্বাধীনতা দিবে বাংলা জাতির মুক্তি।
যে স্বাধীনতা দিতে পারে মানুষের স্বাধীন ভাবে বেঁচে থাকার নিরাপত্তা।
আবার কবে ফিরবে গণতান্ত্রিক স্বাধীনতা!
হে স্বাধীনতা তুমি আসবে.....!



[ সারথী, ❤️ লেখা-২৫.০২.১৯৯৯ ]