উ'ই পোঁকার সাথে আমার বেশ ভাব,
এখন সে আমার বন্ধু।
তার পাঁখায় ভর করে কিছুটা......
উড়তে চেয়ে ছিলাম।
কিন্তু বঞ্চিত নীল আকাশ,
অপেক্ষিত হবার আশায়;
ছুটতে থাকে পাহাড়ের গাঁয়ে।


আজ...,
তবুও.... গাছের ছায়া স্থির।
যখন মেঘেরা এসে ঢেকে-দেয় জ্যোৎস্নার মুখ,
তখন শুধুই.... আমি;
আর আমার অগোছালো ছেয়া।


ছায়া মেশানো ধূম্র আলোর মধ্যে,
উ'ই পোঁকা ধরা পাটাতনে বসা আমারী সত্তা।
তবে.... প্রশ্ন করি...;
কি.... আসবে...  না...  যাবে?
বললো আছি'ই তো...!
আবারও বললো....,
আমার আসা'ও নেই.... যাওয়া'ও....;
আমি আছি..., শুধু'ই আছি।



[ সারথী, ❤️ লেখা- ০৩.০৬.২০০৫ ]