আমি...,
মেঘে আঁছোন্ন আঁকাশের মাঝে,
উঁকি দেওয়া চাঁদকে ডেকে বলেছি;
আমার ব্যাথার কিছুটা তুমি নেও।


আমি...,
আঁকাশের মাঝে জাগ্রত তারকারাজিকে ডেকে বলেছি;
আমার সুপ্ত ভালোবাসার ব্যাথার কিছুটা তুমি নেও।


আমি...,
দিনে জাগা উত্তাপ্ত সৃর্যকে ডেকে বলেছি;
আমার কষ্টের অংশিদ্বারিত্ব কিছুটা হতে।


আমি...,
পাহাড়কে বলেছি,
নদী ও মহাসাগরকে বলেছি,
আগ্নেয়গিরির কাছে মিনতি করেও বলেছি;
আমার ভাঙ্গা হৃদয়ের কিছুটা হলেও তুমি নাও।


আমি...,
আঁধারকে বলেছি,
তোমার অন্ধকারের মাঝে আমার ব্যাথার কিছুটা লুকিয়ে রাখো।


আমি...,
জোৎস্না কে বলেছি,
পরিমন্ডলের জোৎস্নাত রাতকে বলেছি;
আমার ছোট্ট হৃদয়ের ব্যাথা টুকুর দিও একটু ঠাঁই।


আমি...,
ঐ দূরের আঁকাশকে ডেঁকে বলেছি,
যে রাতে কল্পনার স্বপ্ন ভাসে চোখের কার্নিসে,
তেমন একটা রাতের দিও সন্ধান ;
যেন.... মিছে স্বপ্নের!
তীব্র ব্যাথা.....,
বুকে চেপে সারাক্ষণ ভূলে থাকি।



[ সারথী, ❤️ লেখা-৩০.১১.১৯৯৯ ]