বাস্তবতা,
বেশ বিচিত্র বিষয়!
মাঝে মধ্যে নিজেকে নিজের করে তোলে,
আবার নতুনের কছে পূরাতন'কে হার মানায়।
স্বপ্ন গুলো ময়ূরের পাখা ভর করে হাঁটে;
এবং...
নির্দিষ্ট সময়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।


বাস্তবতা
দ্বায়িত্ব ও অধিকার'কে বুঝতে শেখায়।
বাস্তবতা নিজের প্রয়োজনে'ই
কখনও কখনও মিথ্যার কাছে পরাজিত
অ-প্রয়োজন কে'উ মেনে নিতে হয় সময়ে
তবুও ভালোবাসা আর অতিত
জীবন সাঁঝাতে বেঁচে থাকে নিরন্তর।



[ সারথী, ❤️ লেখা- ২২.১১.২০২৩ ]