হঠাৎ এই বৃষ্টি,
আবার কখনও মেঘ মলিন আকাশ।
রৌদ্রের অবস্থান কিছুটা মিলেছে,
এখানে....
আবার কখনও....;
নীল আকাশে আষাঢ়ের নির্মান কাজ!
দখল দায়িত্বের খেলার মাঝে,
মেঘ বৃষ্টির সুনিবিড় সম্পর্ক!
দৃষ্টির মাঝ পথে দাঁড়ালে,
পানি কাঁদার ভাজে ব্যাঙের আস্তানার গতান্তর;
জল-কনার মাঝে কিছুটা ডাকাডাকি,
আর.. গোল্লাছুট খেলা।
নিস্তব্ধতার মাঝে কিছুটা হতাশার ভালোবাসা,
সব কিছুর মাঝে সেখানেই তার অবস্থান।
তবুও আমরা জানি....;
নতুন সাঁঝে আসবে এদের সম্প্রদায়,
মাঝে মধ্যে প্রলয় ঝড়ের বিশাল সীমানা প্রাচীর;
সম্পূর্ণ প্রলয়কারী ভেঙ্গে ধংশ স্তুপ।
প্রণয়ের সাদা ঘুড়ি বিরহের শূন্যতা হবে,
সেখানেও অনেক গল্প প্রণয়ের ;
এখানেও অনেক ঘটনা প্রতিহিংসার।



[ সারথী, ❤️ লেখা-১৭.০৩.২০২০ ]