আমার অষ্ট পিষ্টে কতগুলো কষ্ট,
বয়ে চলেছে নদীর শ্রোত মহিতো গতিতে।
কষ্ট তার মাত্র সীমানা,
অতিক্রম করে চলেছে আজ...।
এখন কষ্ট গুলোকে.. আর...;
ঠিক আগের মত বয়ে বেড়াতে পারি না।
মনে হয় এবার তাকে লাঠিতে ভর দিতে হবে!
এরপরও জানি কষ্ট গুলো,
আমার আনন্দ মুহূর্তের মাঝে;
খেলা করে এবং করবে।
তবে এও জানি কষ্ট গুলো,
আমার জীবন অবধি সাথী করে নেবে।
এবং..... কায়াতে...;
আমিও ঠিক তারী হব,
শুধু'ই তার জন্য।



[ সারথী, ❤️ লেখা-০১.০৯.২০০২ ]