গোধূলীর আলো ছায়াতে,
বিকেলটা বেশ অগোছালো হয়ে উঠেছে।
আকাশ আর মেঘ যেনো কুসুমিত সূর্যের রং'এ মেতেছে।
গাছেরা ফুল আর নতুন পাতার মাঝে নিজেদের পরিবেশন করছে।
মৃদুমন্দ হওয়া প্রকৃতিকে শুড়িশুড়িতে মাতিয়ে তুলছে,
পথে পথে যানবাহনের ঝিঁঝি শব্দ;
যান্ত্রিক মানব কঙ্কালেরা,
পিজ আর কনকৃটের পথে,
মৌমাছির পেখম মেলেছে।
তারা ঈশ্বরীপুরে যাবে ভেবে,
ছুটছে সবায় মায়ার টানে;
আদেও কি পৌঁছে যাবে সবাই।


স্বপ্ন আর উদ্দেশ্য বেঁধে ছুটেছি আমিও;
আজ ভাবছি নাতো কেউ'ই,
এই ব্যাস্ত জীবনের আগামী মুহুর্ত টুকু।



[ সারথী, ❤️ লেখা - ২৩.০৭.২০২৩ ]