গোধুলির শেষ সময়টা যেন,
        আমার নীরব স্তিমিত একটি মুহূর্ত।
মন আবেশের মাঝ পথে একটাই মাত্র,
        স্বপ্নের অগোনিত জ্বাল বুননের খেলা।
আমার ভাবুক মনোকৌতুহলী জানালার কার্নিশ ভরে,
         তোমারী প্রতির ছবি।
তবে, তুমি শুধুই স্বপ্ন নও,
         তুমি এক কাল্পনিক রমনীর রংতুলি।
তুমি আমার হৃদয় পাহাড়ের মাঝে,
          সুনির্দিষ্ট অবস্থানের খুঁটি গাড়তে চাও।
তোমারী ভূলো মনো মন্দিরে বাসী ফুলের,
           স্বপ্ন বাসর সাঁজাতে চেষ্টায় মেতেছো আজ।
           তুমি হয়তো ভূলাতে পারোনি,
তোমার মনো মন্দিরের প্রেমের নীভায়িত শীখা।
           চোখের জ্যোতিতে চানি পড়েছে,
আজ আবেগময় পৃথিবী অন্ধকারের মাঝে অবস্থান নিয়েছে।
           গোধুলির সেই বিকেলটা আজ, তোমারী মাঝে হামাগুড়ি দিচ্ছে।
           পার'তো ঘুমন্ত অতীত'কে
নিজের করে ঘুম পাড়াতে চেষ্টা কর।
           তাহলে তোমার কষ্টের গভীরতা,
হয়তো কিছুটা কম'তে পারে সাঝ গোধুলিতে।



[ সারথী ❤️ লেখা-০৬.০৪.২০০৬ ]