ধরে নিতে পার'ও
এসেছি. এবং.... হাত রেখেছি,
কিংবা... হাত পেতেছি'ও
হতে পারে হাত ক্ষমা ভিক্ষায় অবনত।


ধরে নিতে পার'ও
অনাবর্ত অপারগ আঙ্গুলের কাঁনামাছি,
এবং.... শুড়শুড়ীর অন্তবাস;
তাই...চোখের পাতায় ঘোমটা টেনেছে।


ভেবে নিতে পার'ও
আমি বড় ক্লান্ত,
ঘ্রাণের উসকানিতে;
যত ক্ষয়ক্ষতি পেয়ে যায়,
তা কোথাও শিকড়ে,
আবার....!
এদের ভিতর দিয়ে... ভিতরে।


আমি স্নান ঘরের লুকানো মৃদু আলো।
তবে...দেহ-মুগ্ধ নয়;
আমুল ঝরে চলা জলকণা,
এবং...গাঁ পিছলে নৃত্য করে;
নিজেস্ব ছেয়া।


ধরে নিতে পার'ও
নিজেদের নাভিমূলের,
ঘ্রান আয়ত্ব করতে;
আমি এসেছি....,
এবং....এসেছিলাম।


[ সারথী, ❤️ লেখা-১৩.১২.২০০১ ]